Valobashi Gaan (Official Audio)
Artist - Ayan Abir
Written & perform - Ayan Abir
Record, MIX & Mastering - Hall Of Critics
Music By - Robert Tar
Visual - Edit - Srabon Islam
(Valobashi Gaan)
(lyrics)
(Chorus)
ভালোবাসি গান আমি ভালোবাসি,,,
ঘুমালে সপ্নে দেখি গান এর সুরে ভাসি।।
আমি ভালোবাসি গান আমি ভালোবাসি,,,
গান মানে আমার অবচেতন পাগলামি।।।
অনেক অনুভূতি থেকে লেখা আমার এই গান,
এই গানের জন্য হয়েছি যে কতোই অপমান।
তবুও গান ছাড়িনি আমি ভালোবাসি গান,
পরিতৃপ্ত হয় গানে আমার অতৃপ্ত প্রাণ।।।
(Verse)
ক্লাস 1থেকে শোনাই আমার সর্বপ্রথম গান,
আম্মুর ফোনে আমার শোনা সেই আমার প্রিয় গান।
ক্লাস 5 উইঠা আসতে আসতে খারাপ হইলাম আমি,
তখন বলতাম খারাপ জিনিস গুলোই আমার কাছে দামি।
মাথায় আসতো যেই পেরা, সেই পেরায় কাটতো দিন,
ওই পেরায় থাকতাম আমি 24 ঘন্টা প্রতিদিন।
বাবার কাছে মানুষ বলতো তোমার ছেলে ভালো না,
আব্বু বাসায় এসে বলতো তুই কি ভালো হবি না?
আম্মু বলতো আবির তুই একটু ভালো মতো চল,
খারাপ ছেলেদের সাথে না চইলা লেখা পড়া কর।
লেখা পড়া করতাম ঠিকই কিন্তু মন বসতো না পড়ায়,
একটা মেয়ের চিন্তায় থাকতাম তার চিন্তায় সময় গড়ায়।
বুঝতাম না রে ভালোবাশা বুঝতাম না রে প্রেম,
কে জানতো মেয়ে টা আমার সাথে খেলবো এমন গেম?
এখন দুরে তাকিয়ে থাকি আমি পাগলের মতো করে হাসি, আমি তোমাকে নয় রে বোকা গান ভালোবাসি।।।
(Chorus)
ভালোবাসি গান আমি ভালোবাসি,,,
ঘুমালে সপ্নে দেখি গান এর সুরে ভাসি।।
আমি ভালোবাসি গান আমি ভালোবাসি,,,
গান মানে আমার অবচেতন পাগলামি।।।
অনেক অনুভূতি থেকে লেখা আমার এই গান,
এই গানের জন্য হয়েছি যে কতোই অপমান।
তবুও গান ছাড়িনি আমি ভালোবাসি গান,
পরিতৃপ্ত হয় গানে আমার অতৃপ্ত প্রাণ।।।
(Verse)
সর্বপ্রথম রাকিব ভাই তোমার থেকে রেপ গান শোনায় আমার,
পরে গানের জন্য ঘুরতাম শুধু আমি পিছে তোমার।
তোমার দেখায় আমিও গান লেখা শুরু করি,
হয়তো গান গেয়ে একদিন আমিও কিছু করতে পারি।
2016 থেকে দিলাম মনোযোগ,
গানের জন্য বাপের কাছে গেছে কতোই অভিযোগ।
তবুও সাহস করে বললাম আম্মু গিটার কিনে দাও,
একদিন দেখবে আমায় সেইখানে, যেইখানে দেখতে চাও।
গিটার কিনে শিখতে গেলাম প্রিয় রনি ভাইয়ের কাছে,
তারা বলতে আবির চালিয়ে যাও আছি তোমার সাথে।
আমার গান শুইনা বন্ধুরা সব মজা নিতো আর,
আমি লিখে গিয়েছি গান কারণ মানতে চাই নাই হার।
গানের জন্য এতো কষ্ট পেয়েছি নাই কোনো হিসাব,
যাদের জন্য কষ্ট পেয়েছি তাদের দিনই অভিশাপ
ছোটো বেলার বন্ধু ছিলো বলতো করিস নারে ভয়,
বন্ধু অনেক ভালোবাশি তোরে সামিউল ইসলাম জয়।।।
(Chorus)
ভালোবাসি গান আমি ভালোবাসি,,,
ঘুমালে সপ্নে দেখি গান এর সুরে ভাসি।।
আমি ভালোবাসি গান আমি ভালোবাসি,,,
গান মানে আমার অবচেতন পাগলামি।।।
অনেক অনুভূতি থেকে লেখা আমার এই গান,
এই গানের জন্য হয়েছি যে কতোই অপমান।
তবুও গান ছাড়িনি আমি ভালোবাসি গান,
পরিতৃপ্ত হয় গানে আমার অতৃপ্ত প্রাণ।।।
Facebook Page :
https://www.facebook.com/AyanAbir111
Instagram :
https://www.instagram.com/ayan_abir_1212/?hl=en
Hope You Guys Like It
Enjoy