শিব পুজোয় বা শিবলিঙ্গে ভুলেও এই ৬ জিনিস অর্পণ করবেন না না জেনে মহাদেবের কোপে পড়ছেন না তো

শিব পুজোয় বা শিবলিঙ্গে ভুলেও এই ৬ জিনিস অর্পণ করবেন না না জেনে মহাদেবের কোপে পড়ছেন না তো

Akash Barta

2 года назад

16,634 Просмотров

সকাল-সন্ধ্যা শিবের পুজো করে নিজের মনস্কামনা পূরণের প্রার্থনা করেন শিব ভক্তরা। শ্রাবণ মাসের সোমবার ছাড়াও অন্যান্য দিনও শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে বিভিন্ন বস্তু দিয়ে শিবের অভিষেক করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার এমন কছু কিছু জিনিস আছে যা শিবকে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হতে পারে।




আবার শাস্ত্র মতে কিছু কিছু জিনিস শিবের পুজোয় ব্যবহার করা নিষিদ্ধ। শিবকে কী কী নিবেদন করা যায় এবং কোন জিনিস শিব পুজোয় ব্যবহার করবেন না জেনে নিন।



শিব পুজোয় ভুলেও কোন সামগ্রী ব্যবহার করবেন না?




১ ) তুলসী পাতা- জলন্ধর নামক অসুরের স্ত্রী বৃন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয়। বিষ্ণু বৃন্দার পতিব্রতা ধর্ম ভঙ্গ করায় জলন্ধরের শক্তি ক্ষয় হয় এবং তখন শিব তাঁর বধ করেন। এ কারণে শিব পুজোয় তুলসী ব্যবহার বর্জিত।


২) নারকেলের জল-
নারকেলকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই শিবকে নারকেলের জল অর্পণ করা উচিত নয়।


৩. তিল- মনে করা হয়, তিল বিষ্ণুর শরীরের ঘাম থেকে উৎপন্ন। তাই শিবকে তিল অর্পণ করতে নেই।


৪. ভাঙা চাল- শিবকে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করার নিয়ম আছে। ভাঙা চাল অপূর্ণ ও অশুদ্ধ। এ কারণে শিবলিঙ্গে ভাঙা চাল অর্পণ করা উচিত নয়।


৫. কুমকুম- কুমকুমের সৌভাগ্যের প্রতীক। কিন্তু শিব বৈরাগী। তাই তাঁকে কুমকুম অর্পণ করা হয় না।

৬. হলুদ- শাস্ত্র মতে হলুদ বিষ্ণু ও সৌভাগ্যের প্রতীক। এ কারণে শিবকে কখনও হলুদ অর্পণ করতে নেই।

Тэги:

#shiba #shibpuja #shib
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: